Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:20 - পবিত্র বাইবেল

20 হূরের পুত্রের নাম ঊরি আর পৌত্রের নাম বৎসলেল ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 হূর ঊরির বাবা ছিলেন, এবং ঊরি ছিলেন বৎসলেলের বাবা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 হুর-এর পুত্রের নাম উরি এবং উরির পুত্র বৎসলেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 হূরের ছেলে ঊরি ও ঊরির ছেলে বৎসলেল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:20
7 ক্রস রেফারেন্স  

“আমার বিশেষ কাজের জন্য আমি যিহূদা বংশীয় একজনকে নির্বাচন করেছি। তার নাম হল বৎসলেল। বৎসলেল হল হূরের পৌত্র এবং উরির পুত্র।


ঊরির পুত্র বৎসলেল একটি পিতলের বেদী বানিয়েছিলেন। সেটা গিবিয়োনের এই পবিত্র তাঁবুর সামনে রাখা হয়েছিল। এ কারণে শলোমন ও লোকরা সেখানে প্রভুর পরামর্শ ও উপদেশ নিতে গিয়েছিলেন।


যিহূদা বংশীয় হূরের পৌত্র ও উরির পুত্র বৎসলেল মোশিকে দেওয়া প্রভুর আদেশ অনুসারে সব কিছু তৈরী করল।


বৎসলেল বাবলা কাঠ দিয়ে পবিত্র সিন্দুক তৈরী করল। সিন্দুকটি 2.5 হাত লম্বা, 1.5 হাত চওড়া আর 1.5 হাত উঁচু।


অসূবার মৃত্যু হলে কালেব ইফ্রাথাকে বিয়ে করলেন। কালেব আর ইফ্রাথার পুত্রের নাম হূর।


হিষ্রোণ 60 বছর বয়সে গিলিয়দের পিতা মাখীরের কন্যাকে বিয়ে করেন। তাঁর ও মাখীরের কন্যার মিলনে সগূবের জন্ম হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন