১ বংশাবলি 2:12 - পবিত্র বাইবেল12 বোয়সের পুত্রের নাম ওবেদ, ওবেদের পুত্রের নাম যিশয়, যিশয়ের ছিল সাত পুত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র ইয়াসি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 বোয়স ছিলেন ওবেদের বাবা এবং ওবেদ ছিলেন যিশয়ের বাবা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 বোয়াসের পুত্র ওবেদ। ওবেদের পুত্র যিশয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র যিশয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের ছেলে যিশয়। অধ্যায় দেখুন |
প্রভু শমূয়েলকে বললেন, “শৌলের জন্য আর কতদিন তুমি দুঃখ বোধ করবে? শৌলকে আমি ইস্রায়েলের রাজা হিসাবে অস্বীকার করেছি একথা তোমাকে বলবার পরও তুমি ওর জন্য দুঃখ করছ। শিঙায় তেল ভর্ত্তি করে বৈৎলেহেমে যাও। তোমাকে আমি একজনের কাছে পাঠাচ্ছি। তার নাম যিশয়। ও বৈৎলেহমেই থাকে। তারই একজন পুত্রকে আমি নতুন রাজা হিসাবে মনোনীত করেছি।”