১ বংশাবলি 19:16 - পবিত্র বাইবেল16 অরামীয় নেতারা, তাঁরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গিয়েছেন দেখে ফরাৎ নদীর পূর্বদিকের অরামীয়দের কাছে সাহায্য চেয়ে দূত পাঠালেন। শোফক ছিলেন অরামের রাজা হদরেষরের সেনাবাহিনীর সেনাপতি। শোফক অন্য অরামীয় বাহিনীরও নেতৃত্ব দিয়েছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 অরামীয়েরা যখন দেখতে পেল যে, তারা ইসরাইলের কাছে পরাজিত হয়েছে, তখন দূত পাঠিয়ে ফোরাত নদীর ওপারস্থ অরামীয়দেরকে বের করে আনলো; হদদেষরের দলের সেনাপতি শোফক তাদের অগ্রণী ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 অরামীয়রা যখন দেখেছিল যে তারা ইস্রায়েলীদের দ্বারা ছত্রভঙ্গ হয়ে পড়েছে, তখন তারা দূত পাঠিয়ে ইউফ্রেটিস নদীর ওপার থেকে সেই অরামীয়দের ডেকে পাঠিয়েছিল, যাদের পরিচালনায় ছিলেন হদদেষরের সেনাবাহিনীর সেনাপতি শোফক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ইসরায়েলীদের কাছে হেরে গিয়ে আম্মোনীরা ইউফ্রেটিস নদীর পূর্বতীরের সিরীয় রাজ্যগুলির কাছে দূত পাঠাল এবং সেখান থেকে হদ্দেষরের সেনাপতি সোফকের নেতৃত্বে এক সেনাবাহিনী নিয়ে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 অরামীয়েরা যখন দেখিতে পাইল যে, তাহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছে, তখন দূত পাঠাইয়া [ফরাৎ] নদীর ওপারস্থ অরামীয়দিগকে বাহির করিয়া আনিল; হদরেষরের দলের সেনাপতি শোফক তাহাদের অগ্রণী ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 অরামীয়েরা যখন দেখল যে, তারা ইস্রায়েলীয়দের কাছে সম্পূর্ণভাবে হেরে গেছে তখন তারা লোক পাঠিয়ে ইউফ্রেটিস নদীর ওপারে বাস করা অরামীয়দের নিয়ে আসল। হদরেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের পরিচালনা করে নিয়ে আসলেন। অধ্যায় দেখুন |