১ বংশাবলি 19:11 - পবিত্র বাইবেল11 আর বাদবাকি সৈনিকদের তাঁর ভাই অবীশযের নেতৃত্বে অম্মোনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর অবশিষ্ট লোকদেরকে তিনি তাঁর ভাই অবীশয়ের হাতে তুলে দিলেন, তাতে তারা অম্মোনীয়দের সম্মুখে সৈন্য সাজালো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের কর্তৃত্বাধীন করে রেখেছিলেন, এবং তারা অম্মোনীয়দের বিরুদ্ধে মোতায়েন হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 এবং তাঁর ভাই অবিশয়ের পরিচালনায় বাকী সৈন্যদের পাঠালেন আম্মোনী সেনাদের সাথে মোকাবিলা করতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর অবশিষ্ট লোকদিগকে তিনি আপন ভ্রাতা অবীশয়ের হস্তে সমর্পণ করিলেন; তাহাতে তাহারা অম্মোন-সন্তানদের সম্মুখে সৈন্য রচনা করিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে রাখলেন; তাতে তারা অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদের সাজাল। অধ্যায় দেখুন |