Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:7 - পবিত্র বাইবেল

7 আর গদোর শহরের যিরোহমের পুত্র যোয়েলা আর সবদিয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এবং গদোরের অধিবাসী যিরোহমের ছেলে যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 গদোরীয় যিরোহমের ছেলে যোয়েলা ও সবদিয়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:7
5 ক্রস রেফারেন্স  

যিহূদার অধিবাসীরা এই শহরগুলোও পেয়েছিল: হলহূল, বৈৎ‌-সূর, গদোর,


তারা তাদের মেষ ও গবাদি পশুর জন্য চারণভূমির খোঁজে উপত্যকার পূর্বদিকে গদোরের বহিরাঞ্চলে চলে গেল।


ইল‌্কানা, যিশিয়, অসরেল, যোয়েষর, যাশবিয়াম প্রমুখ কোরহ পরিবারগোষ্ঠীর যোদ্ধারা


গাদ পরিবারগোষ্ঠীর একাংশও মরুভূমিতে দায়ূদের দুর্গে গিয়ে তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন। এরাও সকলেই সিংহের মত পরাক্রমশালী এবং কুশলী যোদ্ধা ছিলেন। বর্শা আর ঢাল নিয়ে যুদ্ধ করা ছাড়াও এঁরা সকলেই পাহাড়ী পথে হরিণের মত দৌড়তে পারতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন