Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:23 - পবিত্র বাইবেল

23 এইসব ব্যক্তিবর্গ যাঁরা হিব্রোণ শহরে দায়ূদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন এবং প্রভু যা বলেছিলেন সেই অনুযায়ী শৌলের রাজধানী দায়ূদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তাঁরা সংখ্যায় হলেন নিম্নরূপ:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 যে লোকেরা মাবুদের কালাম অনুসারে তালুতের রাজ্য হস্তান্তর করে দাউদকে দেবার জন্য যুদ্ধার্থে সজ্জিত হয়ে হেবরনে তাঁর কাছে গিয়েছিল তাদের সংখ্যা এই:

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 সদাপ্রভুর বলা কথানুসারে শৌলের রাজ্য দাউদের হাতে তুলে দেওয়ার জন্য যারা হিব্রোণে তাঁর কাছে এসেছিল, যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সেই লোকজনের সংখ্যা এইরকম:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23-37 দাউদ যখন হিব্রোণে ছিলেন তখন বহু সুশিক্ষিত দক্ষ সৈনিক তাঁর বাহিনীতে যোগ দিয়েছিলেন। পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী শৌলের পরিবর্তে দাউদকে রাজপদে প্রতিষ্ঠিত করার ব্যাপারে এঁরাই সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এঁদের সংখ্যার তালিকা: যিহুদা বংশের ছয় হাজার আটশো সুদক্ষ সৈনিক। এঁরা ছিলেন ঢাল ও বর্শাধারী সৈনিক। শিমিয়োন বংশের সাত হাজার একশো জন সুশিক্ষিত সৈনিক, লেবী বংশের চার হাজার ছয়শো লোক, হারোণের বংশধর যিহোয়াদার অনুগামী তিন হাজার সাতশো জন লোক। তরুণ বীর যোদ্ধা সাদোক ও তাঁর জ্ঞাতি বাইশ জন সেনানায়ক, বিন্যামীন বংশ (শৌলের জ্ঞাতিবর্গ) থেকে তিন হাজার জন। (বিন্যামীন বংশের অধিকাংশ লোক শৌলের অনুগত ছিল।) ইফ্রয়িম বংশের কুড়ি হাজার আটশো জন। এঁরা নিজ নিজ গোষ্ঠীর খ্যাতনামা লোক। জর্ডনের পশ্চিম দিকে বসবাসকারী মনঃশি বংশের অর্ধাংশ থেকে এল আঠারো হাজার জন। দাউদকে রাজারূপে প্রতিষ্ঠিত করার জন্য এঁদের মনোনীত করে পাঠান হয়েছিল। ইষাখর বংশের অধীনস্থ লোকজনসহ দুশো জন সেনানায়ক। এই নায়কেরা জানতেন ইসরায়েলের কর্তব্য কি এবং কোন সময় তা করা উচিত। সবুলুন বংশের পঞ্চাশ হাজার অনুগত ও নির্ভরযোগ্য লোক। তাঁরা সবরকম অস্ত্রচালনায় দক্ষ ছিলেন। নপ্তালি বংশের এক হাজার সেনানায়ক। এঁদের সঙ্গে ছিল ঢাল ও বর্শাধারী সাঁইত্রিশ হাজার সৈন্য। দান বংশের আটাশ হাজার ছয়শো সুশিক্ষিত সৈন্য। আশের বংশের চল্লিশ হাজার রণনিপুণ সৈনিক। জর্ডনের পূর্ব দিকের রূবেণ, গাদ ও মনঃশি বংশের এক লক্ষ কুড়ি হাজার সৈনিক। এঁরা সবরকম অস্ত্র চালনায় দক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 যে লোকেরা সদাপ্রভুর বাক্যানুসারে শৌলের রাজ্য হস্তান্তর করিয়া দায়ূদকে দিবার জন্য যুদ্ধার্থে সসজ্জ হইয়া হিব্রোণে তাঁহার নিকটে গিয়াছিল, তাহাদের সংখ্যা এই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 সদাপ্রভুর কথা অনুসারে যুদ্ধ করে শৌলের রাজ্য দায়ূদের হাতে তুলে দেবার জন্য যারা অস্ত্রশস্ত্র নিয়ে হিব্রোণে দায়ূদের কাছে এসেছিল তাদের সংখ্যা এই,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:23
13 ক্রস রেফারেন্স  

ইস্রায়েলে দায়ূদের শাসন কালে তিনজন নেতা ক্ষমতা ও খ্যাতির শিখর স্পর্শ করেছিলেন। এঁরা দায়ূদের বিশিষ্ট সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব করতেন এবং ইস্রায়েলের সমস্ত লোকদের সঙ্গে একত্রিতভাবে ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী দায়ূদের রাজ্যকে সহায়তা করতেন।


প্রভু শমূয়েলকে বললেন, “শৌলের জন্য আর কতদিন তুমি দুঃখ বোধ করবে? শৌলকে আমি ইস্রায়েলের রাজা হিসাবে অস্বীকার করেছি একথা তোমাকে বলবার পরও তুমি ওর জন্য দুঃখ করছ। শিঙায় তেল ভর্ত্তি করে বৈৎ‌লেহেমে যাও। তোমাকে আমি একজনের কাছে পাঠাচ্ছি। তার নাম যিশয়। ও বৈৎ‌লেহমেই থাকে। তারই একজন পুত্রকে আমি নতুন রাজা হিসাবে মনোনীত করেছি।”


যিশয়কে এই বলি দেখতে আমন্ত্রণ জানাবে। তারপর কি করবে আমি বলে দেব। যাকে আমি দেখিয়ে দেব তার মাথায় জলপাই তেল ঢেলে দিও।”


“এই ব্যক্তিকে আমি রাজা হিসেবে মনোনীত করেছি! এবং সে সিয়োন পর্বতে রাজত্ব করবে। সিয়োন আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্বত।” এই ঘটনা সেই সব নেতাদের ভীত করলো।


এসব কারণেই প্রভু রাজা শৌলের মৃত্যু ঘটিয়ে যিশয়ের পুত্র দায়ূদের হাতে রাজ্য তুলে দিয়েছিলেন।


এখন তা সম্পাদন কর। প্রভু দায়ূদ সম্পর্কে বলার সময় বললেন, ‘আমি আমার ইস্রায়েলীয় লোকদের পলেষ্টীয় এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করব। আমি দায়ূদের মাধ্যমে এটা করাবো।’”


যিহূদা পরিবারগোষ্ঠীর 6800 জন কুশলী ও তৎপর যোদ্ধা। এঁরা সকলেই বর্শা ও বল্লমধারী ছিলেন।


যাকোবের ভাই এষৌ থাকত সেয়ীরে। এই জায়গাটা ছিল পাহাড়ী দেশ ইদোমে। যাকোব এষৌর কাছে বার্তাবাহকদের এই বলে পাঠাল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন