Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 11:26 - পবিত্র বাইবেল

26 যোয়াবের ভাই অসাহেল, বৈৎ‌লেহমের দোদোর পুত্র ইল্হানন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 সৈন্যবর্গের অসম সাহসী লোকদের নাম। যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমস্থ দোদোর পুত্র ইল্‌হানন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 বলবান যোদ্ধারা হলেন: যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেমের অধিবাসী দোদয়ের ছেলে ইলহানন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26-47 অন্যান্য বীর যোদ্ধাদের নামের তালিকা: যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেমের ডোডোর পুত্র ইলহানন, হারোড় নিবাসী শম্মোৎ, পেলেট নিবাসী হেলস, তকোয়া নিবাসী ইক্কেশের পুত্র ইরা, অনাথোৎ নিবাসী অবিয়েষর, হুশা নিবাসী সিব্বখয়,অহো নিবাসী ইলয়, নটোফাৎ নিবাসী মহরয়, নটোফাৎ নিবাসী বানার পুত্র হেলদ, বিন্যামীন অঞ্চলের গিরিয়া নিবাসী বিষয়ের পুত্র ইথয়। পিরিয়াথোন নিবাসী বনায়। গাশের নিকটবর্তী উপত্যকা থেকে আগত হুরয়, অরবৎ নিবাসী অবিয়েল, বাহুরূমের অজ্‌মাবৎ, শালবোনের ইলিয়হবহ্, গিষোণের হাশেম, হরারের শাগির পুত্র যোনাথন, হরারের মাখরের পুত্র অহিয়াম, উরের পুত্র ইলিফাল, সখেরার হেফর, পলেনের অহিয়, কার্মেলের হিষ্‌রো, ইসবয়ের পুত্র নারয়, নাথনের ভাই যোয়েল, হগ্‌রির পুত্র মিভর, আম্মোন নিবাসী সেলেক, যোয়াবের অস্ত্রবাহক বেরোৎ-এর নহরয়। যিত্রি নিবাসী ইরা ও গারেব। হিত্তিয় উরিয়, অহ্‌লয়ের পুত্র সাবদ, সিষার পুত্র অদিনা (ইনি রূবেণ বংশের একজন নেতা ছিলেন) এঁর নিজস্ব ত্রিশজনের একটি সেনাদল ছিল। মাখার পুত্র হানান, মিথান নিবাসী যোশাফট, অষ্টেরা নিবাসী উষিয়, অরোয়ের নিবাসী হোথামের দুই পুত্র শামা ও যিইয়েল। তিষ নিবাসী শিম্রির পুত্র যিদিয়েল ও যোহা মহ্‌ব নিবাসী ইলিয়েল, ইলনামের দুই পুত্র যিরিবয় ও যোষবিয়, মোয়াবের যিথমা, সোবা নিবাসী ইলিয়েল, ওবেদ ও যাসিয়েল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 সৈন্যবর্গের বীর্য্যবান লোকদের নাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 সেই শক্তিশালী লোকেরা হলেন যোয়াবের ভাই অসাহেল, বৈৎলেহমের দোদোর ছেলে ইলহানন,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 11:26
7 ক্রস রেফারেন্স  

চতুর্থ মাসের সেনাপতি ছিলেন যোয়াবের ভাই অসাহেল। তাঁর পরে তাঁর পুত্র সবদিয় এই দায়িত্ব নিয়েছিলেন। তাঁর দলে 24,000 পুরুষ ছিল।


ত্রিশ জন যোদ্ধার অন্যান্য বীররা হল: যোয়াবের ভাই অসাহেল; বৈৎ‌লেহমের দোদয়ের পুত্র ইল্হানন;


পরে পলেষ্টীয়দের বিরুদ্ধে গোব নামক স্থানে আর একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধ বৈৎ‌লেহমবাসী যারেওরগীমের পুত্র ইলহানন, গাতীয় গলিয়াতকে হত্যা করল। তার বর্শা তাঁতির তাঁতের দণ্ডের মতই বড় ছিল।


যোয়াব এবং তার ভাই অবীশয় অব্নেরকে হত্যা করলো কারণ অব্নের তাদের ভাই অসাহেলকে গিবিয়োনের যুদ্ধে হত্যা করেছিল।


এমনকি ঐ তিন জনের একজন না হয়েও তাঁর খ্যাতি সেরা তিরিশ জন সৈনিকের থেকে বেশি ছিল। দায়ূদ তাঁকে তাঁর দেহরক্ষীদের নেতা নিযুক্ত করেছিলেন।


হরোরের শম্মোৎ, পলোনের হেলস,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন