Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:13 - পবিত্র বাইবেল

13 কনানের প্রথম পুত্র ছিল সীদোন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 এসব মিসরের সন্তান; এবং কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তারপর হেৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 কনান ছিলেন তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কনানের প্রথম সন্তান সিদোন, তারপর হেৎ। এঁরা ছিলেন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 কনানের বড় ছেলের নাম সীদোন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:13
13 ক্রস রেফারেন্স  

দায়ূদ যোয়াবের কাছে খবর পাঠালেন, “হিত্তীয় ঊরিয়কে আমার কাছে পাঠিয়ে দাও।” যোয়াব ঊরিয়কে দায়ূদের কাছে পাঠিয়ে দিল।


যর্দন নদীর পশ্চিম তীরের যত রাজ্য ছিল তাদের রাজারা সমস্ত ঘটনা শুনেছিল। এইসব রাজাই হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয় দেশের লোকদের রাজা। তারা পাহাড়ী জায়গায় এবং সমতল ভূমিতে থাকত। তারা ভূমধ্যসাগরের ধার ঘেঁষে লিবানোন পর্যন্ত ছড়িয়ে থাকা অঞ্চলেও বাস করত।


আমি তোমাদের আগে একটা ভীমরুল পাঠাব। সেই তোমাদের শত্রুদের জোর করে তাড়িয়ে দেবে। হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়রা তোমাদের দেশ ত্যাগ করে পালাবে।


তারপর রিবিকা ইস‌্হাককে বললেন, “তোমার পুত্র এষৌ হিত্তীয়দের কন্যাকে বিয়ে করেছে। এ আমার মোটে ভাল লাগে নি। কেননা তারা আমাদের আপনজন নয়। যাকোবও যদি ঐ মেয়েদের কাউকে বিয়ে করে তাহলে আমি নির্ঘাত মারা যাব।”


অব্রাহাম হেতের জনগোষ্ঠীর কাছ থেকে ঐ জমি ও জমির মধ্যেকার গুহা কিনলেন। এখন ঐ জমি গুহা হল অব্রাহামের সম্পত্তি এবং ঐ জায়গা তিনি সমাধিস্থল হিসেবে ব্যবহার করতে লাগলেন।


হেতেরা উত্তরে বলল,


তারপর স্ত্রীর মৃতদেহ রেখে হেতের জনগোষ্ঠীর সঙ্গে কথা বলতে গেলেন।


কনানের পিতা হাম সেই উলঙ্গ অবস্থায় নিজের পিতাকে দেখে ফেললো। তাঁবুর বাইরে গিয়ে সে কথা ভাইদের বলল।


পথ্রোষ, কস্লূহ, কপ্তোর—এদের সকলের পিতা ছিলেন মিশর। কস্লূহ ছিলেন পলেষ্টীয়দের পূর্বপুরুষ।


কনান—যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন