Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:1 - পবিত্র বাইবেল

1-3 আদম, শেখ, ইনোশ, কৈনন, মহললেল, যেরদ, হনোক, মথূশেলহ, লেমক, নোহ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আদম, শিস, আনুশ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 আদমের বংশধরেরা হলেন শেথ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আদম, শেথ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আদম, শেখ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আদম, শেথ, ইনোশ,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:1
8 ক্রস রেফারেন্স  

কৈনন ইনোশের ছেলে। ইনোশ শেথের ছেলে। শেথ আদমের ছেলে। আদম ঈশ্বরের ছেলে।


আদমের সঙ্গে যৌন সম্পর্কের ফলে হবা আর একটি পুত্রের জন্ম দিল। তারা তার নাম রাখল শেথ। হবা বলল, “ঈশ্বর আমায় আর একটি পুত্র দিয়েছেন। কয়িন হেবলকে মেরে ফেলল, কিন্তু আমার এখন শেথ আছে।”


শেলহ কৈননের ছেলে। কৈনন অর্ফক্ষদের ছেলে। অর্ফক্ষদ শেমের ছেলে। শেম নোহের ছেলে। নোহ লেমকের ছেলে।


এই বই হল আদম পরিবারের বিষয় নিয়ে। ঈশ্বর নিজের ছাঁচে মানুষকে সৃষ্টি করেছিলেন।


সুতরাং আদম মোট 930 বছর বেঁচেছিলেন। তারপর তাঁর মৃত্যু হল।


শেম, হাম ও যেফৎ এই তিনজন ছিল নোহর পুত্র। বন্যার পরে এই তিনজনের আরও বহু সন্তান সন্ততির জন্ম হল। শেম, হাম ও যেফতের উত্তরপুরুষরা:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন