১ থিষলনীকীয় 5:18 - পবিত্র বাইবেল18 সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 সমস্ত বিষয়ে শুকরিয়া জানাও; কারণ মসীহ্ ঈসাতে এ-ই তোমাদের জন্য আল্লাহ্র ইচ্ছা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সকল অবস্থায় কৃতজ্ঞ থেকো, কারণ খ্রীষ্ট যীশুর আশ্রিত তোমাদের কাছে ঈশ্বর এ-ই চান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সর্ব্ববিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ইচ্ছা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 সব বিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা। অধ্যায় দেখুন |