১ তীমথিয় 5:3 - পবিত্র বাইবেল3 প্রকৃত বিধবারা যারা সত্যি একাকী ও বঞ্চিত তাদের সম্মান করো; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 যেসব বিধবাদের দেখাশুনা করার কেউ নেই, তাদের সম্মান কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 প্রকৃত দুস্থ বিধবাদের যথাযথ স্বীকৃতি দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 যেসব বিধবা সত্যই অনাথা তাদের সম্মান কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 যাহারা প্রকৃত বিধবা, সেই বিধবাদিগকে সমাদর কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 যারা সত্যিকারের বিধবা, সেই বিধবাদেরকে সম্মান কর। অধ্যায় দেখুন |
প্রভু তাঁর বিশেষ বাড়ীর জন্য যে জায়গা পছন্দ করবেন সেখানে যাও। সেখানে তোমাদের প্রভু ঈশ্বরের সঙ্গে তোমরা এবং তোমাদের লোকরা একত্রে আনন্দ উপভোগ করবে। তোমাদের সমস্ত লোককে তোমাদের সঙ্গে নাও—তোমাদের পুত্রদের, তোমাদের কন্যাদের এবং তোমাদের সমস্ত সেবকদের। এছাড়া তোমাদের শহরগুলোতে বসবাসকারী লেবীয়দের, বিদেশীদের, অনাথদের এবং বিধবাদেরও নিয়ে এসো।
সেইভাবে তোমরা স্বামীরাও, তোমাদের স্ত্রীদের সাথে বুদ্ধি দিয়ে বিচার করে বাস কর। তাদের প্রতি সম্মান প্রদর্শন কর। কারণ তারা তোমাদের থেকে দুর্বল হলেও ঈশ্বর তাদেরও সমানভাবে আশীর্বাদ করেন, যে আশীর্বাদ অনুগ্রহের, যা সত্য জীবন দান করে। তাদের সঙ্গে যেরূপ ব্যবহার করা তোমাদের উচিত তা যদি না কর তবে তোমাদের প্রার্থনায় বাধা সৃষ্টি হতে পারে।