১ তীমথিয় 2:14 - পবিত্র বাইবেল14 আদমকে দিয়াবল বোকা বানাতে পারে নি; কিন্তু নারীকেই দিয়াবল সম্পূর্ণভাবে বোকা বানিয়ে পাপে ফেলেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর আদম যে ছলনায় ভুলেছিলেন তা নয়, কিন্তু স্ত্রীলোক ছলনায় ভুলে আল্লাহ্র হুকুম অমান্য করেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আর আদম প্রতারিত হননি, নারীই প্রতারিত হয়ে পাপী প্রতিপন্ন হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আবার আদম নন হবাই পর্তারিত হয়ে পাপে পতিত হয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিতা হইয়া অপরাধে পতিতা হইলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর আদম প্রতারিত হলেন না, কিন্তু স্ত্রী প্রতারিতা হয়ে পাপ করেছিলেন। অধ্যায় দেখুন |