১ করিন্থীয় 6:16 - পবিত্র বাইবেল16 না, কখনই না। তোমরা কি জান না, যে বেশ্যার সঙ্গে যুক্ত হয় সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ শাস্ত্র বলছে, “তারা দুজন এক দেহ হবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি পতিতার সঙ্গে যুক্ত হয়, সে তার সঙ্গে একদেহ হয়? কারণ পাক-কিতাবে লেখা আছে, “সে দু’জন একাঙ্গ হবে।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তোমরা কি জানো না, যে নিজেকে বেশ্যার সঙ্গে সংযুক্ত করে, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ এরকম বলা হয়েছে, “সেই দুজন একাঙ্গ হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তোমরা কি জান না, গণিকার সঙ্গে যে মিলিত হয় সে তার সঙ্গে একাঙ্গ হয়ে যায়? কারণ শাস্ত্র বলে, ‘সেই দুজন একাঙ্গ হবে,’ – অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তাহার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন, “সে দুই জন একাঙ্গ হইবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ তিনি বলেন, “সে দুই জন এক দেহ হবে।” অধ্যায় দেখুন |