১ করিন্থীয় 16:13 - পবিত্র বাইবেল13 তোমরা সতর্ক থেকো, বিশ্বাসে স্থির থেকো, সাহস যোগাও, বলবান হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তোমরা জেগে থাক, ঈমানে দাঁড়িয়ে থাক, সাহসী হও ও বলবান হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তোমরা সতর্ক থেকো; বিশ্বাসে অবিচলিত থেকো; সাহসী ও শক্তিমান হও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমরা সজাগ থাক, বিশ্বাসে অটল থাক, সাহসী ও শক্তিমান হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তোমরা জাগিয়া থাক, বিশ্বাসে দাঁড়াইয়া থাক, বীরত্ব দেখাও, বলবান্ হও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তোমরা জেগে থাক, বিশ্বাসে দাঁড়িয়ে থাক, বীরত্ব দেখাও, বলবান হও। অধ্যায় দেখুন |