১ করিন্থীয় 1:29 - পবিত্র বাইবেল29 ঈশ্বর এই কাজ করলেন যাতে কেউ তাঁর সামনে গর্ব করতে না পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 যেন কোন মানুষ আল্লাহ্র সাক্ষাতে গর্ব না করতে পারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যেন কোনো মানুষ তাঁর সামনে গর্ব করতে না পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 যেন কোন মানুষ ঈশ্বরের সাক্ষাতে গর্ব করতে না পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 যেন কোন মর্ত্ত্য ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 তিনি এই জন্যই করেছেন যেন কেউ ঈশ্বরের সামনে অহঙ্কার প্রকাশ করতে না পারে। অধ্যায় দেখুন |
যে লোক কুড়ুল চালায় কুড়ুল কি তার থেকে নিজেকে বেশী শ্রেষ্ঠ বলে মনে করে? একটা করাত কি করাত চালকের থেকে নিজেকে শক্তিশালী বলে মনে করে? কিন্তু অশূর মনে করে সে ঈশ্বরের চেয়ে বেশী ক্ষমতাবান ও গুরুত্বপূর্ণ। কোন লোক লাঠি দিয়ে কাউকে শাস্তি দেওয়ার পর লাঠি নিজেকে লোকটির চেয়ে বেশী ক্ষমতাবান মনে করলে যেমন হয়, অশূরের ভাবনাও অনেকটা সে রকমই।