১ করিন্থীয় 1:16 - পবিত্র বাইবেল16 তবে হ্যাঁ, আমি স্তিফানের পরিবারকেও বাপ্তিস্ম দিয়েছি। এছাড়া আর কাউকে বাপ্তিস্ম দিয়েছি বলে আমার জানা নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর স্তিফানের পরিজনকেও বাপ্তিস্ম দিয়েছি, আর কাউকেও বাপ্তিস্ম দিয়েছি বলে আমার জানা নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 (হ্যাঁ, আমি স্তেফানার পরিজনদেরও বাপ্তিষ্ম দিয়েছি, এছাড়া আর কাউকে যে আমি বাপ্তিষ্ম দিয়েছি, তা আমার মনে পড়ে না।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 (অবশ্য স্তিফানও তার পরিবারের সকলকে আমি দীক্ষা দিয়েছি, এ ছাড়া আর কাউকে দীক্ষা দিয়েছি কি না তা আমার মনে নেই।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর স্তিফানের পরিজনকেও বাপ্তাইজ করিয়াছি, আর কাহাকেও যে বাপ্তাইজ করিয়াছি, তাহা জানি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 আর স্তিফানের পরিবারের লোকদের বাপ্তিষ্ম দিয়েছি, আর কাউকে যে বাপ্তিষ্ম দিয়েছি, তা জানি না। অধ্যায় দেখুন |