হোশেয় 8:2 - পবিত্র বাইবেল2 তারা আমার দিকে তীব্রস্বরে চিৎকার করে, ‘আমার ঈশ্বর, আমরা ইস্রায়েলবাসীরা আপনাকে জানি!’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তারা আমার কাছে কান্নাকাটি করে বলবে, হে আমার আল্লাহ্, আমরা ইসরাইল, তোমাকে জানি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ইস্রায়েল আমার কাছে কেঁদে বলে, ‘হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করি!’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ওরা আমাকে তাদের ঈশ্বর বলে ডাকলেও, নিজেদের আমার প্রজা বলে দাবী করলেও এবং আমাকে তারা জানে—এ কথা বললেও অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইস্রায়েল, তোমাকে জানি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তারা আমার কাছে কাঁদবে, ‘আমাদের ঈশ্বর, আমরা যারা ইস্রায়েলে থাকি তোমাকে জানি।’ অধ্যায় দেখুন |
আদালতে কে জিতবে তা ঠিক করার জন্য জেরুশালেমের যাজকরা ঘুষ নিয়ে তাদের সাহায্য করে। জেরুশালেমের যাজকরা শিক্ষা দেয় কারণ তারা তার জন্য বেতন পায়। আর ভাববাদীরা টাকা পয়সার জন্য ভবিষ্যৎ সম্বন্ধে বলে। তারপর ঐ নেতারা প্রভুর সাহায্য আশা করে। তারা বলে: “প্রভু এখানে আমাদের সঙ্গে আছেন, তাই অমঙ্গল কিছুই আমাদের প্রতি ঘটবে না।”