হোশেয় 14:7 - পবিত্র বাইবেল7 ইস্রায়েলের জনসাধারণ আবার আমার আশ্রয়ে থাকবে। তারা শস্যের মত বাড়বে। তারা দ্রাক্ষা গাছের মত মুকুলিত হবে। তারা লিবানোনের মদের মত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যারা তার ছায়াতলে বাস করে, তারা ফিরে আসবে, শস্যের মত সঞ্জীবিত হবে, আঙ্গুরলতার মত ফুটবে, লেবাননীয় আঙ্গুর-রসের মত তার সুখ্যাতি হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 মানুষেরা আবার তার ছায়ায় বসবাস করবে; সে শস্যদানার মতো বিকশিত হবে, সে দ্রাক্ষালতার মতো মুকুলিত হবে, এবং তার খ্যাতি হবে লেবানন থেকে আনা দ্রাক্ষারসের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তারা ফিরে এসে আমার ছায়ায় বাস করবে, তারা শস্য উৎপাদন করবে, দ্রাক্ষাকুঞ্জের মত সমৃদ্ধ হবে তারা, লেবাননের মদিরার মত হবে তাদের খ্যাতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যাহারা তাহার ছায়াতলে বাস করে, তাহারা ফিরিয়া আসিবে, শস্যবৎ সঞ্জীবিত হইবে, দ্রাক্ষালতায় ন্যায় ফুটিবে, লিবানোনীয় দ্রাক্ষারসের ন্যায় তাহার সুখ্যাতি হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 লোকেরা আবার তার ছায়াতে বাস করবে; তারা শস্যের মত পুনরুজ্জীবিত হবে এবং আঙ্গুর গাছের মত ফুটবে। তার সুনাম লিবানোনের আঙ্গুর রসের মত হবে। অধ্যায় দেখুন |