হোশেয় 13:11 - পবিত্র বাইবেল11 আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি তোমাকে একজন রাজা দিয়েছিলাম। তারপর আমি যখন খুবই ক্রুদ্ধ হয়েছিলাম, তখন তাকে নিয়ে গিয়েছিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে বাদশাহ্ দিয়েছি, আর ভীষণ রাগান্বিত হয়ে তাকে হরণ করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম, এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 আমি রুষ্ট হয়ে তোমাদের ‘রাজা’ দিয়েছিলাম, ক্রোধভরে আবার আমিই তাকে করেছি অপসারণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আমি ক্রোধ করিয়া তোমাকে রাজা দিয়াছি, আর কোপ করিয়া তাহাকে হরণ করিয়াছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আমি তোমাদের রাজা দিয়েছি আমার রাগে এবং আমি আমার প্রচণ্ড ক্রোধে তাকে সরিয়ে দিয়েছি। অধ্যায় দেখুন |
প্রভু শমূয়েলকে বললেন, “শৌলের জন্য আর কতদিন তুমি দুঃখ বোধ করবে? শৌলকে আমি ইস্রায়েলের রাজা হিসাবে অস্বীকার করেছি একথা তোমাকে বলবার পরও তুমি ওর জন্য দুঃখ করছ। শিঙায় তেল ভর্ত্তি করে বৈৎলেহেমে যাও। তোমাকে আমি একজনের কাছে পাঠাচ্ছি। তার নাম যিশয়। ও বৈৎলেহমেই থাকে। তারই একজন পুত্রকে আমি নতুন রাজা হিসাবে মনোনীত করেছি।”