হিতোপ 8:31 - পবিত্র বাইবেল31 তাঁর জগৎ আমাকে খুশি করে। আমি মানবজাতির সঙ্গ সুখ অনুভব করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আমি তাঁর দুনিয়াতে আহ্লাদ করতাম, বনি-আদমগণে আমার আনন্দ হত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 তাঁর সমগ্র এই জগৎ নিয়ে আনন্দ করতাম ও মানবজাতিকে নিয়েও আনন্দে মেতে উঠতাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তাঁর সৃষ্ট ভুবনে আমি ছিলাম সদানন্দময়, মানব সন্তানেরা ছিল আমার প্রীতিভাজন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আমি তাঁহার ভূমণ্ডলে আহ্লাদ করিতাম, মনুষ্য-সন্তানগণে আমার আনন্দ হইত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 আমি তাঁর ভূমন্ডলে আমোদ করতাম, মানুষের ছেলেদের নিয়ে আনন্দ করতাম। অধ্যায় দেখুন |