হিতোপ 4:4 - পবিত্র বাইবেল4 এবং আমার পিতা আমাকে এই জিনিসগুলি শিখিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, “আমি যা বলি তা মনে রেখো। আমার আদেশ পালন কর, তাহলে বাঁচতে পারবে! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পিতা আমাকে শিক্ষা দিতেন, বলতেন, তোমার অন্তর আমার কথা ধরে রাখুক; আমার সমস্ত হুকুম পালন কর, জীবন পাবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন, “সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো; আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পিতা আমাকে শিক্ষা দিতেন,বলতেনঃ আমার কথাগুলি অন্তরে গেঁথে রেখ, আমার নির্দেশ পালন করো, তাহলে বাঁচবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পিতা আমাকে শিক্ষা দিতেন, বলিতেন, তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখুক; আমার আজ্ঞা সকল পালন কর, জীবন পাইবে; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 বাবা আমাকে শিক্ষা দিতেন, বলতেন, তোমার হৃদয়ে আমার কথা ধরে রাখ; আমার আদেশ সব পালন কর, জীবনযাপন কর; অধ্যায় দেখুন |
“আর তুমি আমার পুত্র শলোমন, তুমিও ঈশ্বরকে পিতা রূপে জানবে। পবিত্র মনে, আনন্দ ও ভক্তিভরে আজীবন ঈশ্বরের সেবা করো। কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি তোমার মনের সমস্ত কথাই জানতে পারেন। তুমি যদি কখনও তাঁর কাছে সাহায্য প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবেন। আর যদি কখনও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নাও, তিনিও চিরদিনের মত তোমায় ত্যাগ করে যাবেন।