হিতোপ 23:31 - পবিত্র বাইবেল31 সুতরাং দ্রাক্ষারসের ব্যাপারে সতর্ক থেকো। লাল দ্রাক্ষারস হয়ত দেখতে প্রলুদ্ধকর; সেটা পেয়ালার মধ্যে ঝকমক করে। তুমি যখন সেটা পান কর তখন তা সুন্দর ভাবে গলা দিয়ে নীচে নামে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আঙ্গুর-রসের প্রতি দৃষ্টিপাত করো না, যদিও সেটি লাল রংয়ের, যদিও সেটি পাত্রে চক্মক্ করে, যদিও সেটি সহজে গলায় নেমে যায়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 তুমি সুরার দিকে তখন একদৃষ্টিতে তাকিয়ে থেকো না যখন তার রং লাল থাকে, যখন তা পানপাত্রের মধ্যে ঝকঝক করে, যখন তা সহজেই গলায় নেমে যায়! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তুমি সুরার হাতছানিতে ভুলো না, যদিও রঙে তার রক্তিম বাহার, পানপাত্রের বুকে জ্বল জ্বল করে তা এবং অবলীলায় জঠরে গড়িয়ে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 দ্রাক্ষারসের প্রতি দৃষ্টি করিও না, যদিও উহা রক্তব, যদিও উহা পাত্রে চক্মক্ করে, যদিও উহা সহজে গলায় নামিয়া যায়; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 আঙ্গুর রসের প্রতি তাকিয় না, যদিও ওটা লাল, যদিও ওটা পাত্রে চকমক করে এবং যদিও সহজে নেমে যায়; অধ্যায় দেখুন |