Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 19:1 - পবিত্র বাইবেল

1 বোকা, মিথ্যেবাদী এবং ঠগ হওয়ার চেয়ে গরীব এবং সৎ‌ হওয়া শ্রেয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 যে দরিদ্র নিজের সিদ্ধতায় চলে, সে কুটিল ওষ্ঠ হীনবুদ্ধির চেয়ে ভাল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 মিথ্যাবাদী মূর্খের চেয়ে দরিদ্র সজ্জন বরং ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 যে দরিদ্র আপন সিদ্ধতায় চলে, সে কুটিলোষ্ঠ হীনবুদ্ধি অপেক্ষা ভাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 যার কথাবার্তা বিকৃত এবং বোকা তার থেকে যে সততায় চলে সে ভালো।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 19:1
16 ক্রস রেফারেন্স  

ধনী ও অসৎ‌ হওয়া অপেক্ষা দরিদ্র ও সৎ‌ হওয়া ভাল।


কেউ যদি সমস্ত জগত লাভ করে তার প্রাণ হারায় তবে তার কি লাভ? প্রাণ ফিরে পাবার জন্য তার দেবার মতো কি-ই বা থাকতে পারে?


ঠকিয়ে প্রচুর লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয়।


লোক একটি বিশ্বাসী লোক চায়। একজন লোক যার কথা কেউ বিশ্বাস করে না সেই ধরণের একজন মানুষ হওয়ার চেয়ে বরং গরীব হওয়া শ্রেয়।


একজন সজ্জন ব্যক্তি সৎ‌পথে জীবন কাটায়। এবং তার সন্তানরা আশীর্বাদ ধন্য হবে।


ধনী হয়ে নানান যন্ত্রণায় জর্জরিত হওয়ার চেয়ে দরিদ্র হওয়া এবং প্রভুকে সম্মান করা শ্রেয়।


যে প্রভুকে সম্মান করে সে-ই সঠিক পথে জীবনযাপন করে। কিন্তু একজন অসৎ‌ লোক প্রভুকে ঘৃণা করে।


তোমাদের হাত নোংরা এবং রক্তে ভেজা। তোমাদের আঙ্গুলগুলি অপরাধ দিয়ে আচ্ছাদিত। তোমরা তোমাদের মুখ দিয়ে বেশি মিথ্যা কথা বলো। তোমাদের জিহ্বা কু-কথা বলে।


একজন সৎ‌ লোক মুক্ত হাতে অন্যকে দেয়। সৎ‌ লোকদের সন্তানরা আশীর্বাদের মত।


বন্ধু নির্বাচনে একজন ধার্মিক মানুষ বিচক্ষণতার পরিচয় দেয়। কিন্তু একজন দুষ্ট ব্যক্তি সর্বদা ভুল বন্ধু নির্বাচন করে।


কিন্তু আমি নির্দোষ। তাই হে ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন।


আমি আপনার দূতদের দেখি নি। এ অপদার্থ লোকটাকে আপনি মোটেই গ্রাহ্য করবেন না। তার যেমন নাম, সে তেমনি লোক। তার নামের অর্থ ‘দুষ্ট’ আর সে সত্যিই মন্দ কাজ করে।


এখন ভেবে দেখুন, আপনি কি করতে পারেন। নাবল এতো পাষণ্ড যে তার সঙ্গে কথা বলে তার মন পরিবর্তন করানো অসম্ভব। আমাদের মনিব আর তার সংসারে ঘোর দুর্যোগ ঘনিয়ে আসছে।”


কখনও মিথ্যা কথা বলো না। সত্যকে কলুষিত করো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন