হিতোপ 17:28 - পবিত্র বাইবেল28 একজন মূঢ় ব্যক্তি যদি চুপ করে থাকে তাহলে লোকে তাকে জ্ঞানী বলে বিবেচনা করবে। সে যদি কিছু না বলে তাকে বুদ্ধিমান মনে হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 মূর্খও নীরব থাকলে জ্ঞানবান বলে গণিত হয়; যে মুখ বন্ধ রাখে, সে বুদ্ধিমান বলে গণিত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 মূর্খরাও যদি নীরবতা বজায় রাখে তবে তাদের জ্ঞানবান বলে মনে করা হয়, ও যদি তারা তাদের জিভ নিয়ন্ত্রণে রাখে তবে তাদের বিচক্ষণ বলে মনে করা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 আবার মূর্খ যদি নীরব থাকে, সে বুদ্ধিমান বলে বিবেচিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 মূর্খও নীরব থাকিলে জ্ঞানবান বলিয়া গণিত হয়; যে ওষ্ঠাধর বদ্ধ রাখে, সে বুদ্ধিমান [বলিয়া গণিত]। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 এমনকি নির্বোধও নীরব থাকলে জ্ঞানবান বলে বিবেচিত হয়; যখন সে মুখ বন্ধ রাখে সে বুদ্ধিমান বলে বিবেচিত হয়। অধ্যায় দেখুন |