হিতোপ 16:10 - পবিত্র বাইবেল10 একজন রাজা যা বলেন সেটাই হয় আইন। তাই তার সিদ্ধান্ত সর্বদা সঠিক হওয়া উচিৎ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 বাদশাহ্র ওষ্ঠে অনুপ্রাণিত বিচারাজ্ঞা থাকে, বিচারে তাঁর মুখ গুনাহ্ করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 রাজা ঠোঁট দিয়ে যা বলেন তা এক ঐশ্বরিক বাণীর সমতুল্য, ও তাঁর মুখ সুবিচারের প্রতি বিশ্বাসঘাতকতা করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 রাজা ঐশী শক্তির আবেশ কথা বলেন, নির্ভুল তাঁর বিচার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 রাজার ওষ্ঠে ঐশিক বিচারাজ্ঞা থাকে, বিচারে তাঁহার মুখ সত্যলঙ্ঘন করিবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 রাজার ঠোঁটে ঈশ্বরের বাণী থাকে, বিচারে তাঁর মুখ মিথ্যা কথা বলবে না। অধ্যায় দেখুন |
সাহায্যের জন্য তোমাদের ঈশ্বরের কাছে যাওয়া উচিৎ। ঈশ্বর প্লিয়েডস এবং ওরিওনকে সৃষ্টি করেছিলেন। তিনি অন্ধকারকে ভোরের আলোতে পরিবর্তিত করেছেন। তিনি দিনকে অন্ধকারের রাত্রিতে পরিবর্তিত করেছেন। তিনি সমুদ্রের জলকে আহবান করেছেন এবং পৃথিবীতে তাদের ঢেলে দিচ্ছেন। তাঁর নাম হচ্ছে যিহোবা (প্রভু)। তিনিই সেই যিনি শক্তিশালী শহরে হিংসা বাড়ান। তিনিই সেই, যিনি একটা সুরক্ষিত শহরকে হিংসাত্মক অপরাধ দ্বারা ধ্বংস হতে দেন।” তোমরা ধার্মিকতাকে বিষে পরিবর্তন কর এবং ন্যায় বিচারকে হত্যা করে তা ভূপতিত কর।