হিতোপ 14:28 - পবিত্র বাইবেল28 যদি কোন রাজা অনেক মানুষকে শাসন করে তাহলে সে মহান। কিন্তু রাজার রাজ্যে যদি কোন মানুষ না থাকে তাহলে সেই রাজার কোন মূল্যই থাকে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 অনেক প্রজার দরুন বাদশাহ্র শোভা হয়; কিন্তু জনবৃন্দের অভাবে ভূপতির সর্বনাশ ঘটে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 বিশাল জনসংখ্যা রাজার গরিমা, কিন্তু প্রজার অভাবে রাজপুরুষের সর্বনাশ হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 প্রজা বাহুল্যেই রাজার গৌরব, প্রজাহীন রাজা আবাস্তব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 প্রজাবাহুল্যে রাজার শোভা হয়; কিন্তু জনবৃন্দের অভাবে ভূপতির সর্ব্বনাশ ঘটে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 প্রচুর লোকের জন্যে রাজার আনন্দ আসে; কিন্তু লোকদের অভাবে ভূপতির সর্বনাশ ঘটে। অধ্যায় দেখুন |