হিতোপ 11:25 - পবিত্র বাইবেল25 যে ব্যক্তি দরাজ ভাবে দান করে সে-ই উপকৃত হবে। যে অন্যদের সাহায্য করে সে সাহায্য পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, পানি-সেচনকারী নিজেও পানিতে সিক্ত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 অকৃপণ ব্যক্তি উন্নতি লাভ করবে; যে কেউ অন্যান্য লোকদের পুনরুজ্জীবিত করে সেও পুনরুজ্জীবিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 উদারচিত্ত ব্যক্তি সমৃদ্ধিলাভ করে, যে অপরকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 দানশীল ব্যক্তি উন্নতিলাভ করে, জল-সেচনকারী নিজেও জলে ভেজে। অধ্যায় দেখুন |
সেই তিনজন লোক বলল, “মরুভূমিতে যে লোকরা রয়েছে তারা ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত।” তাই তারা দায়ূদের জন্য এবং তাঁর সঙ্গে যে লোকরা ছিল তাদের জন্য অনেক কিছু জিনিস এনেছিল। তারা বিছানা এবং অন্যান্য পাত্রাদি এনেছিল। এছাড়াও তারা গম, যব, ময়দা, ভাজা শস্য, বীন, শাক, শুকনো বীজ, মধু, মাখন, মেষ এবং পনীর এনেছিল।