হিতোপ 10:18 - পবিত্র বাইবেল18 যে ব্যক্তি তার ঘৃণা লুকিয়ে রাখে সে হয়ত একজন মিথ্যেবাদী। কিন্তু যারা মিথ্যে অপবাদ রটায তারা বোকা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 যে ঘৃণা ঢেকে রাখে, তার ওষ্ঠাধর মিথ্যাবাদী; আর যে দুর্নাম রটায়, সে হীনবুদ্ধি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যে কেউ মিথ্যাবাদী ঠোঁট দিয়ে ঘৃণা লুকিয়ে রাখে ও অপবাদ ছড়ায় সে মূর্খ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 মিথ্যাবাদীর ওষ্ঠ ঘৃণা গোপন করে, যে দুর্নাম রটনা করে সে নির্বোধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যে দ্বেষ ঢাকিয়া রাখে, তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী; আর যে পরীবাদ রটায়, সে হীনবুদ্ধি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যে ঘৃণা করে ঢেকে রাখে, তার ঠোঁট মিথ্যাবাদী; এবং যে অপবাদ ছড়ায়, সে বোকা। অধ্যায় দেখুন |