সফনিয় 2:1 - পবিত্র বাইবেল1 ওহে নির্লজ্জ লোকেরা, খড় যেমন একদিনের মধ্যে অদৃশ্য হয়ে যায় তোমরা সেরকম হওয়ার আগে, প্রভুর ক্রোধাগ্নি তোমাদের ওপর পড়ার আগে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 হে লজ্জাহীন জাতি, তোমরা জমায়েত হও, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 হে লজ্জাবিহীন জাতি, একত্রিত হও, নিজেদের একত্রিত করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে নির্লজ্জ জাতি, সচেতন হও! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে লজ্জাহীন জাতি, তোমরা একত্র হও, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 হে লজ্জাহীন জাতি, তোমরা তোমাদেরকে সমবেত করো এবং জড়ো হও৷ অধ্যায় দেখুন |
শেষ পর্যন্ত বছরের সপ্তম মাসে ইস্রায়েলের সমস্ত বাসিন্দা এক জায়গায় জড়ো হল। এরা সকলে একই উদ্দেশ্য নিয়ে একত্রে এসেছিল যেন জলদ্বারের সামনে খোলা চত্বরে তারা ছিল একটি মানুষ। এরা সকলে মিলে শিক্ষক ইষ্রাকে মোশির বিধিপুস্তকটি আনতে অনুরোধ করল। উল্লেখ্য প্রভু ইস্রায়েলের বাসিন্দাদের জন্য যে বিধিনির্দেশগুলি দেন তা এই গ্রন্থে লিপিবদ্ধ ছিল।