লেবীয় পুস্তক 25:28 - পবিত্র বাইবেল28 কিন্তু যদি এই ব্যক্তি তার নিজের জন্য জমি ফেরত পেতে প্রয়োজনীয় অর্থ না জোগাড় করতে পারে, তাহলে সে যা বিক্রি করেছে তা জুবিলী বছর না আসা পর্যন্ত যে কিনেছিল তার হাতেই থাকবে। তারপর সেই জুবিলী বছরে জমি ফেরত যাবে প্রথম স্বত্ত্বাধিকারীর কাছে। সুতরাং সম্পত্তি আবার সঠিক পরিবারের অধিকারে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কিন্তু যদি সে তা ফিরিয়ে নিতে অসমর্থ হয় তবে সেই বিক্রি করা অধিকার জুবিলী বছর পর্যন্ত ক্রেতার হাতে থাকবে; জুবিলী বছরে তা মুক্ত হবে এবং সে তার নিজের অধিকারে ফিরে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 কিন্তু ক্রেতার পাওনা মেটাতে যদি তার সামর্থ্য না থাকে, তাহলে অর্ধশতবার্ষিক পর্যন্ত বিক্রীত সম্পদ ক্রেতার কাছে থাকবে। অর্ধশতবার্ষিকীর সময় তা ফিরিয়ে দেওয়া হবে এবং সে নিজের অধিকারে ফিরে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 যদি সে সম্পত্তি উদ্ধার করতে অপারগ হয় তাহলে সেই বিক্রীত সম্পত্তির অধিকার জুবিলির বছর পর্যন্ত ক্রেতার থাকবে। জুবিলির বছরে তা মুক্ত হবে এবং বিক্রেতা নিজ সম্পত্তির অধিকার ফিরে পাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কিন্তু যদি সে তাহা ফিরাইয়া লইতে অসমর্থ হয়, তবে সেই বিক্রীত অধিকার যোবেল বৎসর পর্য্যন্ত ক্রেতার হস্তে থাকিবে; যোবেলে তাহা মুক্ত হইবে, এবং সে আপন অধিকারে ফিরিয়া যাইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 কিন্তু যদি সে তা ফিরিয়ে নিতে অসমর্থ হয়, তবে সেই বিক্রীত অধিকার যোবেল বছর পর্যন্ত ক্রেতার হাতে থাকবে; যোবেলে তা মুক্ত হবে এবং সে নিজের অধিকারে ফিরে যাবে। অধ্যায় দেখুন |