Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 14:56 - পবিত্র বাইবেল

56 এগুলো চামড়ার ওপরকার ফোঁড়া, খোস-পাঁচড়া বা দগদগে দাগের নিয়মকানুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

56 এবং শোথ, স্ফোটক ও চিক্কন চিহ্নের;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

56 এবং কোনো আব, ফুসকুড়ি অথবা উজ্জ্বল দাগের জন্য,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

56 সর্বপ্রকার স্ফীতি, উদ্ভেদ ও দাগের জন্য এই ব্যবস্থা। চর্মরোগ সংক্রান্ত শৌচাশৌচ বিচারের জন্য এই বিধান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

56 এবং শোথ, পামা ও চিক্কণ চিহ্নের;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

56 এবং শোথ, ফুসকুড়ি ও স্বেতির দাগের;

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 14:56
3 ক্রস রেফারেন্স  

“কোন লোকের চামড়া যদি ফুলে থাকে বা তাতে খোস পাঁচড়া অথবা চকচকে দাগের মতো কিছু থাকে, যদি ক্ষত অংশটা কুষ্ঠ রোগের ঘায়ের মতো দেখতে হয়, তাকে অবশ্যই যাজক হারোণ বা তার যাজক পুত্রদের কাছে আনতে হবে।


এই সমস্ত নিয়ম ব্যাখ্যা করে কোন্ জিনিসগুলি শুচি এবং কোন্ জিনিসগুলি অশুচি। এগুলি ঐসব রোগের নিয়মাবলী।


চামড়ার ক্ষত স্থানটিকে যাজক অবশ্যই দেখবে। যদি ক্ষতের মধ্যেকার লোম সাদা হয়ে ওঠে এবং যদি চামড়ার ওপর থেকে ক্ষতস্থানটিকে গর্তের মতো মনে হয়, তবে তা কুষ্ঠরোগ। যাজক লোকটিকে দেখা শেষ করে তাকে অশুচি বলে ঘোষণা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন