Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 3:34 - পবিত্র বাইবেল

34 যিহূদা যাকোবের ছেলে। যাকোব ইস‌্হাকের ছেলে। ইস‌্হাক অব্রাহামের ছেলে। অব্রাহাম তেরূহের ছেলে। তেরূহ নাহোরের ছেলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 ইনি ইয়াকুবের পুত্র, ইনি ইস্‌হাকের পুত্র, ইনি ইব্রাহিমের পুত্র, ইনি তেরহের পুত্র, ইনি নাহোরের পুত্র,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 যিহূদা যাকোবের পুত্র, যাকোব ইস্‌হাকের পুত্র, ইস্‌হাক অব্রাহামের পুত্র, অব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহোরের পুত্র,

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

34 hiʃrôn peroʃer, peroʃ jihudar, jihuda jakôber,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 যিহুদা যাকোবের পুত্র, যাকোব ইস্‌হাকের পুত্র, ইস্‌হাক অব্রাহামের পুত্র, অব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহোরের পুত্র,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 ইনি যাকোবের পুত্র, ইনি ইস্‌হাকের পুত্র, ইনি অব্রাহামের পুত্র, ইনি তেরূহের পুত্র, ইনি নাহোরের পুত্র,

অধ্যায় দেখুন কপি




লূক 3:34
10 ক্রস রেফারেন্স  

তারপরে যখন দ্বিতীয় সন্তানটির জন্ম হল তখন তার শক্ত মুঠোর মধ্যে এষৌর পায়ের গোড়ালি ধরা ছিল। তাই তার নাম রাখা হল যাকোব। এষৌ এবং যাকোবের জন্মের সময় ইস‌্হাকের বয়স ছিল 60 বছর।


সারা একটি পুত্রের জন্ম দিলেন এবং অব্রাহাম তার নাম রাখলেন ইস‌্হাক।


“এরপর অব্রাহামের সঙ্গে ঈশ্বর এক চুক্তি করলেন। এই চুক্তির চিহ্ন হল সুন্নত সংস্কার। এরপর অব্রাহামের একটি পুত্র সন্তান হল। আট দিনের দিন তিনি তার সুন্নত করালেন; সেই পুত্রের নাম ইস‌্হাক। তাঁরা ইস‌্হাকের পুত্র যাকোবেরও সুন্নত করলেন। যাকোবের পুত্ররা বারোজন গোষ্ঠীর পিতা হলেন।


অব্রাহামের ছেলে ইস‌্হাক। ইস‌্হাকের ছেলে যাকোব। যাকোবের ছেলে যিহূদা ও তার ভাইরা।


অব্রাহামের এক পুত্রর নাম ইস‌্হাক। ইস‌্হাকের দুই পুত্র—এষৌ আর ইস্রায়েল।


তারপর যিহোশূয় সকলকে বললেন, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর তোমাদের যা যা বলছেন আমি সেসব বলছি। ‘বহুকাল আগে তোমাদের পূর্বপুরুষরা থাকতেন ফরাৎ নদীর ওপারে। আমি অব্রাহামের পিতা, নাহোরের পিতা এবং তেরহ এঁদের মতো লোকদের কথাই বলছি। তখন তাঁরা অন্যান্য দেবতাদের আরাধনা করতেন।


নহশোন অম্মীনাদবের ছেলে। অম্মীনাদব অদমানের ছেলে। অদমান অর্ণির ছেলে। অর্ণি হিষ্রোণের ছেলে। হিষ্রোণ পেরসের ছেলে। পেরস যিহূদার ছেলে।


নাহোর সরূগের ছেলে। সরূগ রিয়ুর ছেলে। রিয়ু পেলগের ছেলে। পেলগ এবরের ছেলে। এবর শেলহের ছেলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন