Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 24:2 - পবিত্র বাইবেল

2 তাঁরা দেখলেন সমাধিগুহার মুখ থেকে পাথরখানা একপাশে গড়িয়ে দেওয়া আছে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তারা দেখলেন কবর থেকে পাথরখানা সরানো রয়েছে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তাঁরা দেখলেন, সমাধির মুখ থেকে পাথরখানি সরিয়ে দেওয়া হয়েছে।

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

2 aʃia dekhilo je, koborhoite pathorkhani ʃorano rohiache.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 গিয়ে দেখলেন, সমাধির মুখ থেকে পাথরখানা সরানো রয়েছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর দেখিলেন, কবর হইতে প্রস্তরখানা সরান গিয়াছে,

অধ্যায় দেখুন কপি




লূক 24:2
9 ক্রস রেফারেন্স  

তখন হঠাৎ‌ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধিগুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার ওপরে বসলেন।


সপ্তাহের প্রথম দিন, সেই স্ত্রীলোকরা খুব ভোরে ঐ সমাধিস্থলে এলেন। তাঁরা যে গন্ধদ্রব্য ও মশলা তৈরী করেছিলেন তা সঙ্গে আনলেন।


কিন্তু ভেতরে ঢুকে সেখানে প্রভু যীশুর দেহ দেখতে পেলেন না।


এরপর যীশু আবার অন্তরে বিচলিত হয়ে উঠলেন। লাসারকে যেখানে রাখা হয়েছিল, যীশু সেই কবরের কাছে গেলেন। কবরটি ছিল একটা গুহা, যার প্রবেশ পথ একটা পাথর দিয়ে ঢাকা ছিল।


এরপর তারা সেই পাথরখানা সরিয়ে দিল, আর যীশু উর্দ্ধ দিকে তাকিয়ে বললেন, “পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমার কথা শুনেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন