Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 20:39 - পবিত্র বাইবেল

39 ব্যবস্থার শিক্ষকদের মধ্যে কয়েকজন বলল, “গুরু, আপনি ঠিকই বলেছেন!”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 তখন কয়েক জন আলেম বললো, হুজুর, আপনি বেশ বলেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 তখন কয়েকজন শাস্ত্রবিদ উত্তর দিল, “গুরুমহাশয়, আপনি বেশ ভালোই বলেছেন।”

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

39 ei kotha ʃunia guruder moddhe keho keho bolia uṭhilo, “guru, aponi ṭhik boliachen.”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

39 কয়েকজন শাস্ত্রবিদ বললেন, গুরুদেব, আপনি ভালই বলেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 তখন কএক জন অধ্যাপক কহিল, হে গুরু, আপনি বেশ বলিয়াছেন।

অধ্যায় দেখুন কপি




লূক 20:39
5 ক্রস রেফারেন্স  

চারদিকে বিরাট কোলাহল শুরু হয়ে গেল। ফরীশীদের মধ্যে থেকে কয়েকজন ব্যবস্থার শিক্ষক উঠে দাঁড়িয়ে খুব জোরালো তর্ক জুড়ে দিল, তারা বলল, “আমরা এঁর কোন দোষই দেখতে পাচ্ছি না! হয়তো কোন আত্মা বা স্বর্গদূত দম্মেশকের পথে সত্যসত্যই তাঁর সঙ্গে কথা বলেছেন!”


ঈশ্বর মৃত লোকদের ঈশ্বর নন, তিনি জীবিত লোকদেরই ঈশ্বর। যারা আগামী যুগের যোগ্য লোক তারা সকলেই ঈশ্বরের চোখে জীবিত থাকে।”


এরপর তাঁকে আর কিছু জিজ্ঞেস করার সাহস কারো হল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন