Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 10:36 - পবিত্র বাইবেল

36 এখন বল, “এই তিন জনের মধ্যে সেই ডাকাত দলের হাতে পড়া লোকটির প্রকৃত প্রতিবেশী কে?”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 তোমার কেমন মনে হয়, এই তিন জনের মধ্যে কে ঐ দস্যুদের হাতে পড়া ব্যক্তির প্রতিবেশী হয়ে উঠলো?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 “এই তিনজনের মধ্যে কে দস্যুদের হাতে পড়া ওই লোকটির কাছে প্রতিবেশী হয়ে উঠল? তোমার কী মনে হয়?”

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

36 ei tin joner moddhe ke oi ḍakaiter hate poṛa lôkṭir pokkhe protibeʃi hoia uṭhilo? tômar kæmon bôdh hoy?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 এই তিনজনের মধ্যে কোন জন ডাকাতের হাতে পড়া লোকটির প্রতিবেশী? তোমার কি মনে হয়?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 তোমার কেমন বোধ হয়, এই তিন জনের মধ্যে কে ঐ দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল?

অধ্যায় দেখুন কপি




লূক 10:36
6 ক্রস রেফারেন্স  

কিন্তু তারা কেউই ঋণ শোধ করতে না পারাতে তিনি দয়া করে উভয়ের ঋণই মকুব করে দিলেন। এখন এদের মধ্যে কে তাঁকে বেশী ভালবাসবে?”


“খ্রীষ্টের বিষয়ে তোমরা কি মনে কর? তিনি কার বংশধর?” তাঁরা বললেন, “তিনি দায়ূদের পুত্র।”


পিতর বললেন, “হ্যাঁ, দেন।” আর তিনি ঘরে গিয়ে কিছু বলার আগেই যীশু প্রথমে তাঁকে বললেন, “শিমোন তোমার কি মনে হয়? এই পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে নানারকম কর আদায় করে? তারা কি তাদের নিজের সন্তানদের কাছ থেকে কর আদায় করে, না বাইরের লোকেদের কাছ থেকে কর আদায় করে?”


পরের দিন সেই শমরীয় দুটি রৌপ্যমুদ্রা বার করে সরাইখানার মালিককে দিয়ে বলল, ‘এই লোকটির যত্ন করবেন আর আপনি যদি এর চেয়ে বেশী খরচ করেন, তবে আমি ফিরে এসে আপনাকে তা শোধ করে দেব।’”


সে বলল, “যে লোকটি তার প্রতি দয়া করল।” তখন যীশু তাকে বললেন, “সে যেমন করল, যাও তুমি গিয়ে তেমন কর।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন