রোমীয় 14:19 - পবিত্র বাইবেল19 তাই সেই সব কাজ যা শান্তির পথ প্রশস্ত করে এবং পরস্পরকে শক্তিশালী করে, এস, আমরা তাই করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 অতএব যেসব বিষয় শান্তিজনক ও যে সমস্ত বিষয়ের দ্বারা পরস্পরকে গেঁথে তুলতে পারি, এসো, আমরা তারই চেষ্টা করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 সেই কারণে, যা শান্তির পথে চালিত করে ও পরস্পরকে গেঁথে তোলে, তা করার জন্য এসো আমরা সর্বতোভাবে চেষ্টা করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কাজেই যা শান্তির অনুকূল, যা পরস্পরকে গড়ে তুলতে সাহায্য করে, তা-ই আমাদের করা উচিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 অতএব যে যে বিষয় শান্তিজনক, ও যে যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি, আমরা সেই সকলের অনুধাবন করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 সুতরাং যা করলে শান্তি হয় এবং যার দ্বারা একে অন্যকে গড়ে তুলতে পারি, এস আমরা সেই সব করার চেষ্টা করি। অধ্যায় দেখুন |