যোয়েল 1:14 - পবিত্র বাইবেল14 উপবাসের জন্য একটি বিশেষ সময় ঘোষণা করো। বিশেষ সভার জন্য লোকদের একত্র করো। দেশের সমস্ত লোক ও নেতাদের একত্র করো। তাদের সবাইকে তোমার প্রভু ঈশ্বরের মন্দিরে নিয়ে এস এবং সাহায্যের জন্য প্রভুর কাছে খুব জোরে কান্নাকাটি কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তোমরা পবিত্র রোজা নির্ধারণ কর, একটি বিশেষ মাহ্ফিল আহ্বান কর, তোমাদের আল্লাহ্ মাবুদের গৃহে প্রাচীনবর্গ ও দেশ-নিবাসী সমস্ত লোককে একত্র কর এবং মাবুদের কাছে কান্নাকাটি কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, এক পবিত্র সভার আহ্বান করো। প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, তাদের সবাইকে তলব করো, তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 দেশবাসীকে উপবাসের নির্দেশ দাও, ধর্মসভা আহ্বান কর। একত্র কর যিহুদীয়ার নেতৃবৃন্দ ও জনসাধারণকে, সকলে মিলে তাঁকে ডাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তোমরা পবিত্র উপবাস নিরূপণ কর, পর্ব্বদিন ঘোষণা কর, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনবর্গ ও দেশনিবাসী সকল লোককে একত্র কর, এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 পবিত্র উপবাসের আয়োজন কর এবং একটি পবিত্র সমাবেশ ডাক৷ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনদের ও দেশের সমস্ত লোকদের একত্র করো এবং সদাপ্রভুর কাছে কাঁদ৷ অধ্যায় দেখুন |