যোহন 8:22 - পবিত্র বাইবেল22 তখন ইহুদীরা বলছিল, “তিনি কি আত্মহত্যা করতে যাচ্ছেন? কেন তিনি বললেন, ‘আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না’?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তখন ইহুদীরা বললো, এ কি আত্মঘাতী হবে? সেজন্য কি বলছে, আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আসতে পার না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এর ফলে ইহুদিরা বাধ্য হয়ে জিজ্ঞাসা করল, “ও কি আত্মহত্যা করবে? সেই কারণেই ও কি বলছে, ‘আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আসতে পারো না’?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এ কথা শুনে ইহুদী নেতৃবৃন্দ বলল, লোকটা কি আত্মহত্যা করবে? নইলে কেন বলছ, ‘আমি যেখানে যাচ্ছি, তোমরা সেখানে যেতে পার না।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তখন যিহূদীরা বলিল, এ কি আত্মঘাতী হইবে, তাই বলিতেছে, আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা আসিতে পার না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 ইহূদিরা বলল, সে কি আত্মহত্যা করবে তাই তিনি বলছেন, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসতে পারবে না? অধ্যায় দেখুন |