যোহন 8:15 - পবিত্র বাইবেল15 মানুষের বিচারবোধের মাপকাঠিতে তোমরা আমার বিচার করছ। আমি কারো বিচার করি না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 মানুষ যেভাবে বিচার করে তোমরাও সেইভাবে বিচার করছো; আমি কারো বিচার করি না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তোমরা মানুষের মানদণ্ডে বিচার করো; আমি কারও বিচার করি না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 জাগতিক মানদণ্ডে বিচার করি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তোমরা মাংস অনুসারে বিচার করিতেছ; আমি কাহারও বিচার করি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তোমরা মানুষের চিন্তাধারায় বিচার করছ; আমি কারও বিচার করি না। অধ্যায় দেখুন |
সাহায্যের জন্য তোমাদের ঈশ্বরের কাছে যাওয়া উচিৎ। ঈশ্বর প্লিয়েডস এবং ওরিওনকে সৃষ্টি করেছিলেন। তিনি অন্ধকারকে ভোরের আলোতে পরিবর্তিত করেছেন। তিনি দিনকে অন্ধকারের রাত্রিতে পরিবর্তিত করেছেন। তিনি সমুদ্রের জলকে আহবান করেছেন এবং পৃথিবীতে তাদের ঢেলে দিচ্ছেন। তাঁর নাম হচ্ছে যিহোবা (প্রভু)। তিনিই সেই যিনি শক্তিশালী শহরে হিংসা বাড়ান। তিনিই সেই, যিনি একটা সুরক্ষিত শহরকে হিংসাত্মক অপরাধ দ্বারা ধ্বংস হতে দেন।” তোমরা ধার্মিকতাকে বিষে পরিবর্তন কর এবং ন্যায় বিচারকে হত্যা করে তা ভূপতিত কর।