যোহন 3:34 - পবিত্র বাইবেল34 কারণ ঈশ্বর যাঁকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের কথাই বলেন। ঈশ্বর তাঁকে পবিত্র আত্মায় পূর্ণ করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 কারণ আল্লাহ্ যাঁকে প্রেরণ করেছেন, তিনি আল্লাহ্র কালাম বলেন; কারণ আল্লাহ্ রূহ্কে মেপে দেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 ঈশ্বর যাঁকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের বাক্য প্রকাশ করেন, কারণ ঈশ্বর সীমা ছাড়িয়ে পবিত্র আত্মা দান করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 ঈশ্বর যাঁকে প্রেরণ করেছেন, তিনি ঈশ্বরের বাক্যই উচ্চারণ করেন। কারণ ঈশ্বর তাঁকে তাঁর পবিত্র আত্মার অপরিমেয় আশীর্বাদ দান করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 কারণ ঈশ্বর যাঁহাকে প্রেরণ করিয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন; কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণ-পূর্ব্বক দেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন; কারণ ঈশ্বর আত্মা মেপে দেন না। অধ্যায় দেখুন |