যিহোশূয় 8:34 - পবিত্র বাইবেল34 তারপর যিহোশূয় বিধির প্রতিটি কথা পড়ে শোনালেন। তিনি সমস্ত আশীর্বাদ আর সমস্ত অভিশাপ বিধিপুস্তকে যে ভাবে লেখা আছে সেই ভাবেই পড়ে শোনালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 পরে শরীয়ত-কিতাবে যা যা লেখা আছে, সেই অনুসারে তিনি শরীয়তের সমস্ত কথা, দোয়া ও বদদোয়ার কথা পাঠ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 পরে, বিধানপুস্তকে ঠিক যেমনটি লেখা আছে, সেই অনুসারে যিহোশূয় বিধানের সব কথা—আশীর্বাদ ও অভিশাপের কথা—পাঠ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তখন যিহোশূয় বিধানপুস্তকে যে সব আশীর্বাদ ও অভিশাপের কথা লেখা আছে, সেগুলি সব পাঠ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 পরে ব্যবস্থাগ্রন্থে যাহা যাহা লিখিত আছে, তদনুসারে তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্ব্বাদের ও শাপের কথা পাঠ করিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 পরে ব্যবস্থার বইতে যা যা লেখা আছে, সেই অনুযায়ী তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্বাদের ও অভিশাপের কথা, পাঠ করলেন। অধ্যায় দেখুন |