Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:31 - পবিত্র বাইবেল

31 রহোব। মোট চারটি শহর এবং পশুদের জন্য শহরের লাগোয়া মাঠ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 চারণ-ভূমির সঙ্গে হিল্‌কৎ ও চারণ-ভূমির সঙ্গের হোব; এই চারটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 হিল্‌কৎ ও রাহব—এই চারটি নগর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 পরিসরের সহিত হিল্‌কৎ, ও পরিসরের সহিত রহোব; এই চারিটী নগর দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 পশুপালনের মাঠগুলির সঙ্গে হিল্‌কৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে রহোব; এই চারিটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:31
7 ক্রস রেফারেন্স  

তারপর দান পরিবারগোষ্ঠীর 600 জন লোক লেবীয় যাজককে নিয়ে মীখার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। তাদের সামনে ছোট ছেলেমেয়ে, জীবজন্তু আর অন্যান্য জিনিসপত্র রইল।


আশের পরিবারগোষ্ঠীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তারা অন্যান্য জাতির লোকদের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্বা, অফীক এবং রহোব শহর থেকে তাড়িয়ে দেয় নি।


আশের পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল মিশাল, আব্দোন, হিল্কত্‌ এবং


নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল গালীলের অন্তর্গত কেদশ। (কেদশ ছিল নিরাপত্তার শহর।) তাছাড়া হম্মেৎ‌-দোর, কর্ত্তন, মোট তিনটি শহর এবং পশুদের জন্য মাঠ।


তাদের দেওয়া হয়েছিল হিল্কত্‌, হলী, বেটন, অক্ষক,


সীমানা গেছে এব্রোণ, রহোব, হম্মোন এবং কান্না পর্যন্ত। এইভাবে বৃহত্তর সীদোন অঞ্চল পর্যন্ত বিস্তৃত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন