Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:29 - পবিত্র বাইবেল

29 যর্মুৎ‌ এবং ঐন্-গন্নীম। মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 চারণ-ভূমির সঙ্গে যর্মূৎ ও চারণ-ভূমির সঙ্গে ঐন্‌-গন্নীম; এই চারটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 যর্মুৎ ও ঐন-গন্নীম—এই চারটি নগর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 পরিসরের সহিত দাবরৎ, পরিসরের সহিত যর্মূৎ, ও পরিসরের সহিত ঐন্‌-গন্নীম; এই চারিটী নগর দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 পশুপালনের মাঠগুলির সঙ্গে যর্মূৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে ঐন্‌-গন্নীম; এই চারিটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:29
7 ক্রস রেফারেন্স  

যর্মুতের রাজা লাখীশের রাজা


তাই যিহোশূয়ের লোকরা পাঁচজন রাজাকে গুহার ভেতর থেকে বার করে আনল। তারা ছিল জেরুশালেম, হিব্রোণ, যর্মূত, লাখীশ এবং ইগ্লোনের রাজা।


জেরুশালেমের রাজা অদোনীষেদক হিব্রোণের রাজা হোহমের সঙ্গে কথা বলল। তাছাড়া যর্মূতের রাজা পিরাম, লাখীশের রাজা যাফিয় এবং ইগ্লোনের রাজা দবীর এদের সঙ্গেও সে কথা বলল। জেরুশালেমের রাজা এদের কাছে অনুনয় করে বলল,


সানোহ, ঐন্-গন্নীম, তপূহ, ঐনম,


ইষাখর পরিবারগোষ্ঠী দিয়েছিল কিশিয়োন, দাবরত্‌,


আশের পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল মিশাল, আব্দোন, হিল্কত্‌ এবং


রেমৎ, ঐন্-গন্নীম, ঐন্-হদ্দা এবং বৈৎ‌-পৎসেস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন