Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:28 - পবিত্র বাইবেল

28 ইষাখর পরিবারগোষ্ঠী দিয়েছিল কিশিয়োন, দাবরত্‌,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 আর ইষাখর-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে কিশিয়োন, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 ইষাখর গোষ্ঠী থেকে দেওয়া হল: চারণভূমিসহ কিশিয়োন, দাবরৎ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28-29 ইষাখর গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমিসহ কিশিয়োন, দাবেরাৎ, যারমুৎ ও এন্-গন্নীম-মোট চারটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 আর ইষাখর বংশের অধিকার হইতে পরিসরের সহিত কিশিয়োন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 আর ইসাখর বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে কিশিয়োন, পশুপালনের মাঠগুলির সঙ্গে দাবরৎ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:28
5 ক্রস রেফারেন্স  

তারপর সীমানা গেছে পূর্বদিকে বেঁকে সারীদ থেকে কিশ্লোৎ‌-তাবোর পর্যন্ত, সেখান থেকে দাবরৎ আর যাফিয়ে।


গের্শোন পরিবারও লেবি পরিবারগোষ্ঠী থেকে এসেছে। তারা পেয়েছিল এইসব শহর: অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী থেকে বাশনের অন্তর্গত গোলন। (গোলন ছিল নিরাপত্তার শহর) তারা তাদের বীষ্টরা শহরও দিয়েছিল। সব মিলিয়ে মনঃশির এই অর্ধেক পরিবারগোষ্ঠী তাদের মোট দুটি শহর এবং পশুদের জন্য কিছু মাঠ দিয়েছিল।


যর্মুৎ‌ এবং ঐন্-গন্নীম। মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ।


রব্বীৎ, কিশিয়োন, এবস,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন