যিহোশূয় 21:19 - পবিত্র বাইবেল19 মোট 13টি শহর তারা যাজকদের দান করেছিল। (যাজকরা সকলেই হারোণের উত্তরপুরুষ।) তারা পশুদের জন্যে প্রত্যেক শহরের লাগোয়া মাঠও দিয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 সর্বমোট চারণ-ভূমির সঙ্গে তেরটি নগর হারুন-সন্তান ইমামদের অধিকার হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 চারণভূমিসহ মোট তেরোটি নগর হারোণের বংশধর যাজকদের অধিকার হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 সংলগ্ন চারণভূমিসমেত মোট তেরটি নগর পুরোহিত হারোণের বংশধরদের অধিকারে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 সাকল্যে পরিসরের সহিত তেরটী নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 মোট পশুপালনের মাঠগুলির সঙ্গে তেরটি নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হল। অধ্যায় দেখুন |