যিহোশূয় 19:9 - পবিত্র বাইবেল9 শিমিয়োনের জমির অংশ যিহূদার এলাকার মধ্যেই ছিল। যিহূদার লোকরা দরকারের চেয়ে অনেক বেশী জমি পেয়েছিল। তাই তাদের জমির কিছু অংশ শিমিয়োনের লোকরা পেয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 শিমিয়োন-বংশের অধিকার এহুদা-বংশের লোকদের অধিকারের এক ভাগ ছিল, কেননা এহুদা-বংশের লোকদের অংশ তাদের প্রয়োজনের চেয়ে বেশি ছিল; অতএব শিমিয়োন-বংশ তাদের অধিকারের মধ্যে অধিকার পেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 শিমিয়োনীয়দের উত্তরাধিকার যিহূদার অংশ থেকে নেওয়া হল, কারণ যিহূদার অংশ তাদের প্রয়োজনের চেয়েও বেশি ছিল। সেই কারণে, শিমিয়োনীয়েরা তাদের উত্তরাধিকার যিহূদার এলাকাতেই পেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 শিমিয়োন গোষ্ঠীর এলাকা যিহুদা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে ছিল। যিহুদা গোষ্ঠীর অংশভুক্ত এলাকা তাদের প্রয়োজনের তুলনায় বড় ছিল বলে তাদের এলাকার মধ্যেই শিমিয়োন গোষ্ঠীকে অংশ দেওয়া হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 শিমিয়োন-সন্তানগণের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের এক ভাগ ছিল, কেননা যিহূদা-সন্তানগণের অংশ তাহাদের প্রয়োজন অপেক্ষা অধিক ছিল; অতএব শিমিয়োন-সন্তানগণ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 শিমিয়োন-সন্তানদের অধিকার যিহূদা-সন্তানদের অধিকারের এক ভাগ ছিল, কারণ যিহূদা-সন্তানদের অংশ তাদের প্রয়োজনের অপেক্ষা বেশি ছিল; অতএব শিমিয়োন-সন্তানদের তাদের অধিকারের মধ্যে অধিকার পেল। অধ্যায় দেখুন |