যিহোশূয় 19:46 - পবিত্র বাইবেল46 মেযর্কোণ, রক্কোন এবং যাফোর নিকটবর্তী জায়গাগুলো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 মেয়র্কোন, রক্কোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 মেয়র্কোণ ও রক্কোন এবং জোপ্পার সম্মুখবর্তী এলাকা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 মেয়র্কোন, রক্বোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 মেয়র্কোন, রক্কোন ও যাফোর সামনের অঞ্চল। অধ্যায় দেখুন |
যোনা ঈশ্বরের আদেশ মানতে চাননি সেজন্য যোনা প্রভুর কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন। যোনা যাফোতে গেলেন। যোনা সেখানে একটা নৌকা দেখতে পেয়েছিলেন যেটা অনেক দূরের শহর তর্শীশে যাচ্ছিল। যোনা নৌকাতে উঠে যাবার ভাড়া দিলেন। ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাবার জন্য যোনা ঐ নৌকায় তর্শীশ পর্যন্ত ভ্রমন করতে চেয়েছিলেন।
কিন্তু দানের লোকদের জায়গা পেতে ঝামেলায় পড়তে হয়েছিল। শত্রুরা ছিল শক্তিশালী। তাদের তারা সহজে হারাতে পারে নি। সেই জন্য দানের লোকরা লেশমের সঙ্গে যুদ্ধ করেছিল। লেশম জয় করে তারা সেখানকার লোকদের হত্যা করে। এইভাবে তারা লেশম শহরে বাস করেছিল। জায়গাটার নাম পাল্টে রাখলো দান। কারণ তাদের পরিবারগোষ্ঠীর পিতৃপুরুষের নাম ছিল দান।