যিহোশূয় 19:42 - পবিত্র বাইবেল42 শালবীন, অয়ালোন, যিৎলা, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 শালবীন, অয়ালোন, যিৎলা, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 শালাব্বিন, অয়ালোন, যিৎলা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 শালবীন, অয়ালোন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী42 শালবীন, অয়ালোন, যিৎলা, অধ্যায় দেখুন |
শৌল গাধাগুলো খুঁজতে বেরিয়ে গেল। সে ইফ্রয়িম পাহাড়ের মধ্যে এবং শালিশার আশেপাশের জায়গার মধ্যে দিয়ে গেল। কিন্তু শৌল আর তার ভৃত্য গাধাগুলো খুঁজে পেল না। এবার তারা শালীমের দিকে হাঁটা শুরু করল, সেদিকেও গাধাগুলোর খোঁজ পেল না। অগত্যা শৌল বিন্যামীনদের দেশের দিকে রওনা হল। এমনকি সেখানেও তারা গাধাগুলো খুঁজে পেল না।