Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:33 - পবিত্র বাইবেল

33 তাদের জায়গার সীমানা শুরু হয়েছে সানন্নীমের কাছে একটা বিরাট গাছ থেকে। গাছটা হেলফের কাছে অদামী-নেকব এবং যবনিয়েলের ভেতর দিয়ে সীমানা লক্কুম হয়ে যর্দন নদীতে শেষ হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 তাদের সীমা হেলফ থেকে, সানন্নীমস্থ অলোন গাছ থেকে, অদামীনেকব ও যব্‌নিয়েল দিয়ে লক্কুম পর্যন্ত গেল ও তার অন্তভগে ছিল জর্ডানে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 তাদের সীমারেখা হেলফ থেকে সানন্নীমের বিশাল গাছ থেকে শুরু হয়ে অদামীনেকব ও যব্‌নিয়েল পার হয়ে লক্কূমে গেল ও জর্ডন নদীতে শেষ হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 এদের সীমানা হেলেফ থেকে শুরু করে সানান্নীমের ওক গাছ পেরিয়ে আদামি-নেকেব, যাব্‌নিয়েল হয়ে লাক্কুম পর্যন্ত বিস্তৃত হল। এর প্রান্তসীমায় ছিল জর্ডন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 তাহাদের সীমা হেলফ অবধি, সানন্নীমস্থ অলোন বৃক্ষ অবধি, অদামীনেকব ও যব্‌নিয়েল দিয়া লক্কুম পর্য্যন্ত গেল, ও তাহার অন্তভাগ যর্দ্দনে ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 তাদের সীমা হেলফ অবধি, সানন্নীমের অলোন বৃক্ষ পর্যন্ত, অদামী-নেকব ও যব্‌নিয়েল দিয়ে লক্কুম পর্যন্ত গেল ও তার শেষভাগ যর্দনে ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:33
3 ক্রস রেফারেন্স  

এখন, হেবর নামে কেনীয় সম্প্রদায়ের একটি লোক ছিল। সে অন্য কেনীয়দের ত্যাগ করেছিল। কেনীয়রা ছিল মোশির শ্বশুর হোবরের উত্তরপুরুষ। হেবর ওক গাছের পাশে সানন্নীম নামে একটি জায়গায় বাস করত। সানন্নীম কেদশ শহরের খুব কাছেই অবস্থিত।


দেশের ষষ্ঠ অংশ পেল নপ্তালি পরিবারগোষ্ঠী। প্রত্যেক পরিবারই জমির অংশ পেয়েছিল।


সীমাটি অসনোৎ‌-তাবোরে এসে আবার পশ্চিমদিকে ফেরৎ‌ গেছে। এটি হুক্কোকের কাছে উপত্যকা থেকে বেরিয়ে এসেছে। সবূলূন ছিল সীমাটির উত্তর দিকে, আশন ছিল পশ্চিমে। যিহূদাতে যর্দন নদী ছিল সীমাটির পূর্ব সীমা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন