Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:25 - পবিত্র বাইবেল

25 তাদের দেওয়া হয়েছিল হিল্কত্‌, হলী, বেটন, অক্ষক,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 তাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 তাদের এলাকায় অন্তর্ভুক্ত ছিল: হিল্‌কৎ, হালি, বেতন, অক্‌ষফ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 এদের এলাকার মধ্যে ছিল হিলকৎ, হলী, বেটেন, আক্‌সাফ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 তাহাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 তাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:25
6 ক্রস রেফারেন্স  

তাদের প্রত্যেকে প্রত্যেকের প্রতি পক্ষের মাথা আঁকড়ে ধরে তাদের তরবারি দিয়ে পাশে ঢুকিয়ে দিল, তাই তারা একসঙ্গে মাটিতে পড়ে গেল। এই জন্য এই জায়গাকে বলা হয় “ছুরিকা ভূমি।” এটা গিবিয়োনের একটা জায়গা।


শিম্রোণ-মরোণের রাজা অক্ষফের রাজা


হাৎসোরের রাজা যাবীন এইসব ঘটনা শুনল। সে কয়েকজন রাজার সৈন্যসামন্তদের একসঙ্গে জড়ো করার কথা চিন্তা করল। মাদোনের রাজা যোবব, অক্ষফের রাজা শিম্রোণের রাজার কাছে এবং


দেশের পঞ্চম ভাগ আশের পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল। সকলেই জমির অংশ পেয়েছিল।


অলম্মেলক, অমাদ আর মিশাল। পশ্চিম সীমা গেছে কর্মিল পর্বত এবং শীহোর-লিব্নত্‌ পর্যন্ত।


রহোব। মোট চারটি শহর এবং পশুদের জন্য শহরের লাগোয়া মাঠ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন